বিরামপুরে ইয়াবা হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


বার্তা বিভাগ প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
বিরামপুরে ইয়াবা হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের প্রস্তমপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ফাওমিদ রতন (২৯) ও একই গ্রামের মৃত মসফিকুর রহমানের ছেলে বাদশা আলমগীর জয়(২৭)।

মামলা সুত্রে জানা যায়, সোমবার (২৯ আগষ্ট ) দিবাগত রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই হরিদাস বর্মনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ড প্রস্তমপুর মৌজাস্থ ফাওমিদ রতন (২৯) এর বসতবাড়ি সংলগ্ন মুদির দোকানের ভিতরে অভিযান চালান। এসময় দোকানের ভিতর হতে ২২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৭ হাজার ২’শত টাকা, মাদক বিক্রয়ের ফুয়েল কাগজের রোল ও ১টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী ফাওমিদ রতন (২৯) ও বাদশা আলমগীর জয়(২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৬) কৌশলে পালিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিরামপুর থানায় ৩৬(১) সারণির ১০(ক)/৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় মামলা হয়েছে। মামলা নং-২০, তাং ২৯/০৮/২০২২ইং।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে পলাতক আসামী রবিউল ইসলাম (৪৬) কে গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।


আর্কাইভ