ঝিনাইদহে প্রতিমা ভাংচুর মামলায় গ্রেপ্তার-৩


ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
ঝিনাইদহে প্রতিমা ভাংচুর মামলায় গ্রেপ্তার-৩

 

ঝিনাইদহের শৈলকুপায় কালীপ্রতিমা ভাংচুর মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান পরিকল্পনাকারী শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস। সে এখনও পলাতক রয়েছে।

 

শৈলকুপার গড়াই নদীতে নৌকায় অশ্লীল কাজ ও জুয়া পুলিশ বন্ধ করে দেওয়ায় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস ক্ষিপ্ত হয়। পুলিশকে শায়েস্তা করার জন্য প্রতিমা ভাংচুরের পরিকল্পনা করে সে। প্রেস বিফিংয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার) এ তথ্য জাানয়েছেন।

গত ৬ অক্টোবর রাতে উপজেলার ডাউটিয়া গ্রামের শতবছরের পুরোনো কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মন্ডল বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন।


আর্কাইভ