২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

খুলনায় ভোক্তা অধিকার আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরী ও দিঘলিয়া থানা এলাকার বাজার তদারকি করা হয়। আজ বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠাকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে খুলনা মহানগরী ও দিঘলিয়া থানা এলাকার বিভিন্ন বাজার তদারকি করা হয়। এ সময় অবৈধ ভাবে এলপিজি সিলিন্ডার ক্রস ফিলিং করা, অতিরিক্ত দামে চিনি বিক্রয়, মূল্য বিহীন ঔষধ বিক্রয় , নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আড়ংঘাটা থানা পুলিশ ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।