পবিপ্রবিতে বইমেলা-২০২৩ অনুষ্ঠিত


সুনান বিন মাহবুব, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
পবিপ্রবিতে বইমেলা-২০২৩ অনুষ্ঠিত

“পড় বই, গড় দেশ বঙ্গবন্ধু’র বাংলাদশে” শ্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বইমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ০৬ মার্চ, সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ০৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই দিনের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ, পবিপ্রবি শাখা এবং পরবর্তী দুই দিনের আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগার ও প্রথম আলো বন্ধুসভা, পবিপ্রবি ইউনিট অংশগ্রহন করেন।

উক্ত বই মেলা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, বই পড়া, বই কেনা এবং নিজেদেরকে মননশীল কাজে নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পঙ্কজ কুমার সরকার। বই মেলায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

SK24/SMK/DESK


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১