১০ মার্চ থেকে শুরুশালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন


ফিচার ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
১০ মার্চ থেকে শুরুশালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন

আগামী ১০-১১ মার্চ ‘অধুনাবাদের আলোয় এসো শেকড় খুঁজি’ স্লোগান নিয়ে লিটল ম্যাগাজিন ‘শালুক’ আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন’।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের প্রথম ভাগ অর্থাৎ ১০ মার্চ শুক্রবারের আয়োজন। দ্বিতীয় দিন ১১ মার্চ শনিবারের আয়োজন কাঁটাবনের পাঠক সমাবেশে।

উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায়। নানা অধিবেশনের মধ্যদিয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। শনিবারও দিনব্যাপী বিভিন্ন অধিবেশন থাকবে পাঠক সমাবেশস্থলে।

দুই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারত, নেপালসহ প্রতিবেশী বিভিন্ন দেশ এবং স্থানীয় প্রায় পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী।

এটি শালুকের প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন। শালুক ২৪ বছর ধরে নিয়মিত প্রকাশ হচ্ছে। প্রতিটি সংখ্যা ৫০০ থেকে ১০০ পৃষ্ঠার ঋদ্ধ প্রকাশ।

লিটল ম্যাগাজিনটি তার আত্মশৈলীর জন্যই কলকাতা থেকে দুটি, লন্ডন থেকে ১টি এবং বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেছে।

SK24/SMK/DESK


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১