১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডামুড্যা থানার নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর জেলা প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

 

শরীয়তপুরের ডামুড্যা থানার নবনির্মিত ছয় তলা ভিত বিশিষ্ট চারতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি।

ভবনটি সাতশত উননব্বই দশমিক বএিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে সরকারের গণপূর্ত বিভাগ। ভবন উদ্বোধনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে থানা ভবনের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি আরো বলেন ইতিমধ্যে পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন শান্তি শৃঙ্খলা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


নবনির্মিত থানা ভবনের সামনের মাঠে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন। ডামুড্যা আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধন করেন।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী ফলক উন্মোচনকালে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি বিপিএম (বার) পিপিএম সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান প্রমুখ।

SK24/SMK/DESK