২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মনিরামপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসন প্রকল্পের ১০টি ঘর, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি  , প্রকাশিত হয়েছে-

মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসন প্রকল্পের ১০ টি ঘর। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপণ ভট্টাচার্য্য এমপি।

সরেজমিনে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দেখে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়লে প্রতিমন্ত্রী তাদের দ্রুত ঘর করে দেয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা সোভা,সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

SK24/SMK/DESK