শরীয়তপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
শরীয়তপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১২ মার্চ) বেলা ১১টায় শরীয়তপুর শহরের তুলাসার এলাকায় দেশ রূপান্তর পত্রিকা অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দৈনিক দেশ রূপান্তর নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম তুলে ধরে সমাজ কল্যাণে কাজ করবে। দৈনিক দেশ রূপান্তর প্রিন্ট মিডিয়া জগতে একটি স্থান করে নিয়েছে। আশা করি সত্য প্রকাশের মাধ্যমে জায়গাটি ধরে রাখবে।’

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।

এ সময় চ্যানেল আইর এসএম মুজিবুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিনের রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বাংলাভিশন টিভির মো. শহিদুজ্জামান খান, সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমএ ওয়াদুদ মিয়া, সময় টিভির বি এম ইসরাফিল, এখন টিভির কাজী মনিরুজ্জামান,

আরটিভির মো. ইব্রাহীম হোসাইন, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন, বৈশাখী টিভির খালেক পেদা ইমন, যমুনা টিভির এস.এম শাকিল, এশিয়ান টিভির ফারুক মোল্লা, দৈনিক কালবেলার মো. মিরাজ শিকদার, দৈনিক সমকালের সোহাগ খান সুজন, দৈনিক কালের কণ্ঠের শরীফুল আলম ইমন, ডেইলি স্টারের জাহিদ হাসান, যায় যায় দিনের গোসাইরহাট প্রতিনিধি মো. নাজমুল শরীফ, যায়যায়দিন ডামুড্যা উপজেলা প্রতিনিধি কালাম সরদার, আজকের দর্পণ গোসাইরহাট প্রতিনিধি সাহেদ আহমেদ বাবু, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘আশা করি দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি জনবান্ধব সংবাদ প্রকাশ করে যাবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।’

শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করেছে। পত্রিকাটির জন্য শুভ কামনা রইলো।’

শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য অল্প দিনের ব্যবধানে জনপ্রিয় খবরের কাগজ হিসেবে পরিচিতি লাভ করেছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি। সেই জন্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

দৈনিক দেশ রূপান্তরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইর এস.এম মুজিবুর রহমান ও সময় টিভির বিএম ইসরাফিল বলেন, ‘পত্রিকাটি এখন গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। আশা করি ভবিষ্যতেও গণমানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে পত্রিকাটি।’

SK24/SMK/DESK


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১