শরণখোলায় আওয়ামী লীগের স্মরণ সভা অনুষ্ঠিত


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
শরণখোলায় আওয়ামী লীগের স্মরণ সভা অনুষ্ঠিত

 

শরণখোলায় শনিবার সকালে দুই আওয়ামী লীগ নেতার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

সদ্য প্রয়াত শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রবীণ নেতা মোজাম্মেল হোসেন এবং আরেক প্রবীণ নেতা মাষ্টার ইয়াকুব আলী গাজীর স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন,বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, এমএ খালেক খান, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন, আসাদুজ্জামান স্বপন প্রমূখ।

স্মরণ সভা শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। #

 

sk24/sma/desk

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: