১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী , প্রকাশিত হয়েছে-

 

 

পটুয়াখালীতে জালনোট প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক, বরিশাল এর আয়োজনে এবং পটুয়াখালীর সকল তফসিলি ব্যাংক এর সহযোগিতায় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস এর কনফারেন্স রুমে জালনোট প্রতিরোধে জনসতেচনা বৃদ্ধিমূলক দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরণ চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে এবং ম্যানেজার মোঃ রোকন উদ্দিন এর সঞ্চালনায় কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক, বরিশাল এর অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) অসিত ভূষণ শীল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড মোঃ গোলাম সরোয়ার। এছাড়া জালনোট প্রতিরোধে জনসতেচনা বৃদ্ধিমূলক কর্মশালায় তফসিলি ব্যাংক এর কর্মকর্তা এবং পেশাজীবীবৃন্দ বক্তব্য রাখেন।