২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

খুলনার আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ’র  ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান বিচারপতি

এ,লতিফ মোড়ল, খুলনা প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

খুলনার আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম,খুলনা আইনজীবি সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ  খুলনা মহানগর ও জেলা আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ ও  আইনজীবীবৃন্দ।

SK24/SMK/DESK