পায়রা (বুড়িশ্বর) নদীর ভাঙ্গন রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন


হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
পায়রা (বুড়িশ্বর) নদীর ভাঙ্গন রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন
sdr

 

বরগুনার আমতলী উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া ভয়াল পায়রা (বুড়িশ্বর) নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে শহররক্ষা বাঁধ নির্মাণ, বøক বসানো ও জলাবদ্ধ চাওড়া খালের পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে পুনঃখনন, কচুরিপানা পরিস্কার ও সুইসগেট নির্মাণের লক্ষে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ওই গৃহীত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।#


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১