২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

 

 

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ১৩৮টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শ্রক্রবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজনে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শমভু।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল আলম প্রমুখ।#