‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের


বিনেদন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের

 

‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ দেশের দর্শকদের মাতিয়ে এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ৩১ মার্চ বেশ কিছু শহরে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস মুক্তির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

‘ব্ল্যাক ওয়ার’ ছবির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘৩১ মার্চ যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষ্যে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে সিনেমাটি। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্যে মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’

ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবনা রশীদ বলেন, ‘যুক্তরাষ্ট্র-কানাডা দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছরের ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর, ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১