ব্যাটিং ব্যর্থতায় সম্ভব হয়নি হোয়াইটওয়াশ

আইরিশদের ৭ উইকেটে জয় বাংলাদেশের বিপক্ষে


ক্রিড়া ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ / Print This Post Print This Post
আইরিশদের ৭ উইকেটে জয় বাংলাদেশের বিপক্ষে

 

বাংলাদেশের সামনে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল । ব্যাটিং ব্যর্থতায় অবশ্য সেটা আর সম্ভব হয়নি। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে আইরিশরা। ৩৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ৯ রান তুলে ভালো সংগ্রহের ইঙ্গিত দেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। দ্বিতীয় ওভারে লিটন দাস ৫ রানে ফিরলে ভাঙতে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। নাজমুল হোসেন শান্ত ফেরেন ব্যক্তিগত ৪ রানে। আগের দুই ম্যাচে দারুণ খেলা রনির ব্যাটে আসে ১৪ রান। এটাই বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

৪১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন শামীম পাটোয়ারী। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ৫১ রান। শামীম-রনি ছাড়া মাত্র দুইজন বাংলাদেশি ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের কোটা পার করতে পেরেছিলেন। নাসুম আহমেদ ১৩ ও তাওহিদ হৃদয় ১২ রান করেন। আইরিশদের হয়ে ২৫ রানে তিন উইকেট নেন মার্ক অ্যাডায়ার।

জবাবে আইরিশদের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৭ রানে ওপেনার রস অ্যাডায়ারকে ফেরান তাসকিন আহমেদ। দলীয় ৪১ রানের মাথায় ফেরেন উইকেটরক্ষক লরকান টাকার। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক পল স্টার্লিং গড়ে দেন জয়ের ভিত। ৪১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ১০৯ রানে স্টার্লিং ফিরলেও আইরিশদের জয় পাওয়া মোটেও কঠিন হয়নি।

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১