এবার কুয়াকাটার পর্যটকরা খেতে পারবে “মেলো মেলো” প্রজাতির শামুক


সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
এবার কুয়াকাটার পর্যটকরা খেতে পারবে “মেলো মেলো” প্রজাতির শামুক

 

 

কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো সামুদ্রিক “মেলো মেলো” অথবা ভারতীয় ভোলুট প্রজাতির শামুক। এগুলো নতুন পেয়ে অনেকেই শখ করে খাচ্ছেন।

কুয়াকাটার ফিস ফ্রাই মার্কেটের দোকানি আব্দুর রশিদ জানান, শামুকগুলো গভীর সমুদ্র থেকে আসা এক জেলের কাছ থেকে ৭০০ টাকা কেজি দামে কিনেছি। এর একেকটির ওজন সাত শ’ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। এগুলো এ মার্কেটে আমি প্রথম এনেছি। এর থেকে দুই-তিনটি বিক্রি করেছি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রের এই মেলো মেলো প্রজাতির শামুকটি ভারত ও মায়ানমারে পাওয়া যায়। কিন্তু কুয়াকাটা-মহিপুরে এগুলো একদমই পাওয়া যায়না।


আর্কাইভ