ভ্রাম্যমান রেস্তোরাঁ পৌছে যাবে খাবারপ্রেমীদের কাছে


সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ / Print This Post Print This Post
ভ্রাম্যমান রেস্তোরাঁ পৌছে যাবে খাবারপ্রেমীদের কাছে

 

পটুয়াখালীর ভোজনরসিক মানুষের জন্য সম্প্রতি একটি ভ্রাম্যমাণ রেস্তোরাঁ চালু করা হয়েছে। নিত্য নতুন স্বাদে ও বাহারি খাবারের পসরা সাজিয়ে রেখেছে ভ্রাম্যমাণ রেস্তোরাঁটি। রেস্তোরাঁটি পটুয়াখালীর পথে পথে ঘুরে খাবারপ্রেমী মানুষের চাহিদা মেটাবে। রবিবার ১৬ এপ্রিল সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মোড়ে ভ্রাম্যমাণ রেস্তোরাঁ “প্রাইম সুইট এন্ড ফুড” এর উদ্বোধন করা হয়েছে।

“প্রাইম সুইট এন্ড ফুড” নামে এই ভ্রাম্যমাণ খাবার বাসের রেস্তোরাঁয় হরেক রকম চাইনিজ ফুড বিক্রি করা হবে। রেস্তোরাটি উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাব এর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, যুব নেতা রেজাউল করিম সোয়েব সহ অন্যন্যরা।

জানা গেছে, ইঞ্জিনিয়ার তৌফিকুর ইসলাম এ ভ্রাম্যমাণ রেস্তোরাঁটি পটুয়াখালীতে প্রথম বারের মতো চালু করেছেন। তিনি বলেন, পটুয়াখালীতে ফোর লেন সড়কটি নির্মিত হওয়ার পরে পটুয়াখালীবাসীর ইচ্ছা ছিলো এই সড়কে একটি ভ্রাম্যমাণ রেস্তোরাঁ ঘুরে বেরাবে। সেখান থেকেই আমি এই উদ্যেগটা নিয়েছি।


আর্কাইভ