মানিক-মহি পদত্যাগ করলেন বাফুফের তদন্ত কমিটি থেকে


বিশেষ সংবাদদাতা প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
মানিক-মহি পদত্যাগ করলেন বাফুফের তদন্ত কমিটি থেকে

দুর্নীতি খতিয়ে দেখতে বাফুফে গঠিত ১০ সদস্যের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। তারা হলেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দুইজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করেছেন।

ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে বরখাস্ত এবং আজীবন নিষিদ্ধ করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য গত ১৭ এপ্রিল জরুরি সভা করে এই কমিটি গঠন করেছিল বাফুফে।

কমিটির অন্য সসদস্যরা হলেন-বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন,’এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি বাফুফে অফিসে যোগাযোগ করে জেনে নিন।’

আরেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

SK24/SMK/DESK


আর্কাইভ

%d bloggers like this: