জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। চুক্তি নবায়ন না করায় গুঞ্জন ওঠে মেসির ক্লাব ছাড়ার। এরপর সেই গুঞ্জনে ডানা মেলে বেশকিছু ক্লাবের নাম। মেসির সাবেক ক্লাব বার্সেলোনার পাশাপাশি শোনা যায় সৌদি প্রো লিগের একটি ক্লাবের নাম।
সম্প্রতি অনুমতি ছাড়া সপরিবারে সৌদি আরবে যান মেসি। মেসি সৌদি আরবের পর্যটন শুভেচ্ছা দূত হিসেবে সেখানে যান। তবে শুভেচ্ছা দূত নয়, বাড়ি দেখতেই মেসি সৌদি আরবে যান বলে দাবি করেছেন ফিফা এজেন্ট মার্কো কিরদেমির।
অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। সেইসঙ্গে মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। আর এতেই মেসিকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখে বার্সেলোনা সমর্থকরা। তবে বার্সা সমর্থকদের জন্য দু:সংবাদ দিলেন মার্কো কিরদেমির। তিনি জানান, জুনে প্যারিস ছাড়লেও বার্সেলোনায় ফিরছেন না মেসি।
sk24/sma/desk
আপনার মতামত লিখুন :