হজযাত্রা শুরু কাল: বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ভোর ৪টায়


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : মে ২০, ২০২৩, ৪:১৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
হজযাত্রা শুরু কাল: বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ভোর ৪টায়

 

রাজধানীর আশকোন হজক্যাম্প পবিত্র হজ যাত্রা শুরুর একদিন বাকি থাকতেই হজযাত্রীদের পদচারণায় মুখর। ঢাকার বাইরের হজ যাত্রীদের ফ্লাইটের তিন দিন আগে আসতে বলাই এরই মধ্য এক হাজারেরও বেশি যাত্রী পৌঁছেছেন হজ ক্যাম্পে।

হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও সাচ্ছন্দ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রথম দিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানান, হজ যাত্রীরা।

আগামীকাল রোবার ভোর ৪টায় হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা দেবে। বেশির ভাগ হজযাত্রী বয়ষ্ক হওয়ায় প্রথম দিনে আইডি কার্ড ও বিমানের টিকেট সংগ্রহের দীর্ঘ লাইনের ভোগান্তির কথা জানান অনেকে।

এ বছর ১ লাখ ২২ হাজার জন হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে। এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

হজক্যাম্পের পরিচালক বলেন, এবার সৌদি-পর্বের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরেই হবে। ফলে জেদ্দায় বিমান থেকে নেমে যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই হোটেলে যেতে পারবেন।

তিনি বলেন, আশকোনা হাজ ক্যাম্পে ২৪টি শীততাপ নিয়ন্ত্রিত ডরমেটরিতে হজ যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ বছর ১ লাখ ২২ হাজার যাত্রী হজে যাচ্ছেন। ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট। ঢাকার হজযাত্রীদের ফ্লাইটের ৭ ঘণ্টা আগে এবং ঢাকার বাইরের হজযাত্রীদের অন্তত তিন দিন আগে হজ ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১