তুমুল বৃষ্টি, ঢাকায় ১০২ কিমি বেগে কালবৈশাখী


জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
তুমুল বৃষ্টি, ঢাকায় ১০২ কিমি বেগে কালবৈশাখী

রাজধানী ঢাকার ওপর দিয়ে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল ৫টার দিকে ঢাকার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এরপর পৌনে ৬টার দিকে নামে তুমুল বৃষ্টি। রাত ৯টায এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ঝড়-বৃষ্টির কারণে গরম কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা ছিল। সঙ্গে ছিল ভ‌্যাপসা গরমের অস্বস্তি। বিকেলের দিকে আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। শুরু হয় কালবৈশাখী। এরপর নামে তুমুল বৃষ্টি। রাত ৯টা পর্যন্ত ঢাকায় ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির এ প্রবণতা আগামী দুদিন অব‌্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

SK24/SMK/DESK


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১