‘হাসান ও তার পরিবার আমাকে মরতে বাধ্য করেছে’

চিরকুট লিখে মাদ্রাসাছাত্রীর আত্মহ’ত্যা


মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রকাশের সময় : মে ২৬, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
চিরকুট লিখে মাদ্রাসাছাত্রীর আত্মহ’ত্যা

 

 

 

‘কেউ জানার আগেই লাশ তোমরা মাটিতে পুঁতে দিও। মা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি। হাসান ও তার পরিবার আমাকে বাধ্য করছে মরতে। মাগো, আমি থাকলে তোমরা অপমান-অপদস্থ হবে। মানুষ তোমাদের ঘৃণা করবে। আমার ভাইবোন এ সমাজে মুখ দেখাতে পারবে না। সে জন্য আমি চাই, তোমরা ভালো থাকো।’

আত্মহত্যার আগে প্রেমিক হাসান ও তার পরিবারকে দায়ী করে মা-বাবা ও নিজের পরিবারের উদ্দেশে এমন চিরকুট লিখে গেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মাদ্রাসাছাত্রী রিনা আক্তার (২২)। বৃহস্পতিবার দুপুরে লামচর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত হাসানের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামে। হাসান সম্পর্কে রিনাদের আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে রিনা ও হাসানের মধ্যে প্রেমের সম্পর্কে ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিনার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় হাসান। কিন্তু সম্প্রতি হাসান ও তার পরিবার রিনাকে অস্বীকার করে ও নানাভাবে অপমান-অপদস্ত করে। এই অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় মেয়েটি।

রিনার মামা মোস্তফা জানান, মৃত্যুর জন্য হাসান ও তার পরিবারকে দায়ী করে গেছে তার ভাগ্নি।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১