রাজবাড়ীতে পদ্মার কাতল প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি


কামাল হোসেন, রাজবাড়ী প্রকাশের সময় : মে ২৭, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
রাজবাড়ীতে পদ্মার কাতল প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি

 

রাজবাড়ীর গোয়াল‌ন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ২৭ কেজি ওজনের এক‌টি কাতল মাছ ধরা পরেছে।

শনিবার (২৭ মে) পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ সম্রাট সরাসরি জেলে খলিল হালদারের নিকট থেকে ১৬৫০ টাকা দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন। এরপর ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি ওই জেলের কাছ থেকে প্রতি কেজি ১৬৫০ টাকা দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে আমার আড়ত ঘরে নিয়ে আসি। সেখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মায় পানি বাড়তে থাকায় জেলেদের জালে বড় বড় আকৃতির বোয়াল, পাঙ্গাস, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আসছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১