মেসির খেলা নিয়ে শঙ্কা কোয়ার্টার ফাইনালে : যা বললেন স্কালোনি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
মেসির খেলা নিয়ে শঙ্কা কোয়ার্টার ফাইনালে : যা বললেন স্কালোনি

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে ওঠেছে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল সকালে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে শেষ চারে ওঠার লড়াইয়ে আগামীকাল আর্জেন্টিনার একাদশে লিওনেল মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আলবিসেলেস্তেদের অধিনায়ক। এরপর পেরুর বিপক্ষে খেলেননি তিনি।

তবে চোট থেকে মেসি সেরে ওঠেছেন বলেই ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি জানিয়েছেন, মেসিকে দলে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমি এখনো তার অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অবশ্যই আজ (গতকাল) কথা বলব; কারণ, ম্যাচের এক দিন আগে এবং (সুস্থ হয়ে উঠতে) তার পুরো সময়টাই পাওয়া উচিত। যতটা সম্ভব অনুশীলনও করে নিতে পারছে। অনুশীলনের আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব।’

পেরুর বিপক্ষে ম্যাচে মেসি না খেললেও আর্জেন্টিনা ম্যাচটি জিতে নিয়েছিল ২-০ গোলে। নিষেধাজ্ঞা থাকায় সেই ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারেননি স্কালোনি। জোড়া গোলে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক ছিলেন লাওতারো মার্টিনেজ। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তাকে নিয়ে বিশ্বজয়ীদের কোচ বলেন, ‘সে এবারের কোপায় দারুণ করছে। শুধু ভালো নয়, সে সুযোগের অপেক্ষা করেছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। এটাই আমাকে সবচেয়ে খুশি করছে।’

এদিকে এবারের আসরে ব্রাজিল কিংবা উরুগুয়েরও শিরোপা জেতার সম্ভাবনা আছে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘এটা খুবই উঁচু পর্যায়ের একটা টুর্নামেন্ট। বেশ কয়েকটি দল এখানে ভালো করেছে। গতকাল যেমন ব্রাজিল–কলম্বিয়া ম্যাচটা খুব উপভোগ করেছি। উরুগুয়ে ভালো খেলছে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের যে কেউ ফাইনালে গিয়ে কাপ জিততে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই।’


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১