বাউফলে কমরেড বাহিনীর হামলার শিকার কলেজছাত্র


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ / Print This Post Print This Post
বাউফলে কমরেড বাহিনীর হামলার শিকার কলেজছাত্র

পটুয়াখালীর বাউফলে কিশোরগ্যাং গ্রুপ কমরেড বাহিনীর হামলায় মো. তন্ময় নামে কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে বড়পুকুর পাড়ে মুড়িঘর এলকায় এ ঘটনা ঘটে।
আহত ওই কলেজছাত্রের নাম মো. তন্ময় (১৮)। সে চরকালাইয়া গ্রামের খোকন পলোয়ানের ছেলে এবং কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

আহত তন্ময় ও তার সহপাঠিরা জানান, ঘটনার সময় বড়পুকুর পাড়ে বসে তারা আড্ডা দিতেছিলেন। পাশে মুড়িঘরে কিশোরগ্যাং গ্রুপ কমরেড বাহিনীর প্রায় ২০/২৫জন সদস্য অবস্থান করছিলেন। একপর্যায় কোনো কারণ ছাড়াই কিশোরগ্যাং বাহিনীর প্রধান মো. রিশাদ ওরফে কমরেড রিশাদ (১৭) কলেজছাত্র তন্ময়কে মুড়িঘরের বালুর মাঠে ডেকে নিয়ে মারধর শুরু করেন। এক লোহার রড, লাঠিসোঠা দিয়ে পিটিয়ে কলেজছাত্রের মাথা, ঘাড়, হাত, পিঠসহ শরিরের বিভিন্ন স্থানে জখম করে। সহপাঠিরা বাঁচাতে গেলে তাদেরও মারধর করে কমরেড বাহিনীর সদস্যরা।

কালাইয়া বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, তারা কিশোরগ্যাং বাহিনী। বড় পুকুর পাড়ের মুড়িঘর, পুরানো পুলিশ ফাঁড়ি, মাদ্রাসা রোড ও খাদ্য গুদাম এলাকায় দলবেধে অবস্থান করেন। তাদের বাহিনীর নাম দিয়ে কমরেড বাহিনী। দেয়ালে দেয়ালে লিখে রেখেছেন ‘ কমরেড বাহিনী। ‘ এ বাহিনীর অত্যাচারে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রী ও পথচারীরা অতিষ্ঠ। মাদক সেবন, মাদক বিক্রি, ভাড়ায় মারামারি, ইভটিজিং সহ বিভিন্ন কিশোর অপরাধে জড়িত কমরেড বাহিনী। তাদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন অনেকে।

আহত তন্ময বলেন, আমরা বন্ধুরা আড্ডা দিতেছিলাম। কোনো কারণ ছাড়াই আমাকে বেধরক মারধর করে। লাঠি রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘ কিশোর গ্যাং দমনে পুলিশ কাজ করছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০