কলকাতার হয়ে বিধ্বংসী ইনিংস খেলে যা বললেন নারিন


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
কলকাতার হয়ে বিধ্বংসী ইনিংস খেলে যা বললেন নারিন

 

গতকাল রাতে আইপিএলের এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আগের দুই ম্যাচে জয় পাওয়া কেকেআরে কালকের প্রতিপক্ষ ছিল দিল্লী ক্যাপিটালস। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে রান উৎসবে মেতেছিল কলকাতা।

দিল্লীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে গতকাল কলকাতার হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সুনীল নারিন এবং অংক্রিশ রঘুবংশী। ওপেনিংয়ে নেমে ৩৯ বল খেলে ৭ চার আর ৭ ছয়ে ৮৫ রান করেছিলেন নারিন। একই সঙ্গে রঘুবংশী এবং পরে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংয়ের ঝড়ো ইনিংসে কলকাতা পায় ২০ ওভারে ২৭২ রানের বিশাল সংগ্রহ।

কাল কলকাতার করা ২৭২ রান আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চচ এবং স্বীকৃত টি-টোয়েন্টির সপ্তম সর্বোচ্চ সংগ্রহ। এ লক্ষ্য তাড়া করতে নেমে দিল্ললি ম্যাচটি হেরেছে ১০৬ রানের বিশাল ব্যবধানে। এদিকে ব্যাট হাতে কেকেআরের হয়ে কাল দুর্দান্ত খেলা নারিন বল হাতেও খেলেছেন অসাধারণ।

৪ ওভার বল করে নারিন দিয়েছেন ২৯ রান, নিয়েছেন একটি উইকেট। ব্যাটে-বলে দারুণ অবদান রাখায় হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচসেরার পুরস্কার নিয়ে ক্যারিবীয় এই ক্রিকেটার জানিয়েছেন, ক্রিকেট খেলা মানেই ব্যাটিং।

নারিন বলেন, ‘ক্রিকেট মানেই ব্যাটিং, তাই ব্যাটার হিসেবে আরও অবদান রাখার অপেক্ষায় আছি। এরপরও বোলিংটাও উপভোগ করি।’

এদিকে নারিনের গতকালের ঝড়ো ব্যাটিং এবং পরে কেকেআরের বিশাল জয়ে নেট রান রেটেও বেশ উন্নতি হয়েছে দলটুর। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কলকাতার রান রেট এখন ২.৫১। এ নিয়ে নারিন বলেন, ‘এ ধরনের উইকেটে বড় ব্যবধানে জিততে পারলে রান রেটে এগিয়ে থাকা যায় যা পরে অনেক কাজে আসে।’


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০