কোচের সঙ্গে দ্বন্দ্বে এমবাপে


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ / Print This Post Print This Post
কোচের সঙ্গে দ্বন্দ্বে এমবাপে

আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু বড় ম্যাচে আগে প্যারিসিয়ানদের প্রস্তুতিটা ভালো হলো না। শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোঁচট খেয়েছে তারা। প্যারিসে এসে পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়েছে ক্লেরমেন্ট। ম্যাচ ড্র হলে হতাশ হয়ে কোচ লুই এনরিকের সঙ্গে দ্বন্দ্বে লিপ্তন হন কিলিয়ান এমবাপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে এমন দেখা গেছে।

ফরাসি বিশ্বকাপজয়ী এমবাপে সবশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। একসময় প্যারিসিয়ানদের আক্রমণভাগ যাকে ছাড়া কল্পনাই করা যেত না, এখন ম্যাচের পর ম্যাচ সেই এমবাপ্পেই সময় কাটাচ্ছেন বেঞ্চে বসে। বদলি হিসেবে মাঠে নামতে হয় বেশিরভাগ ম্যাচে। প্রিয় দলের সঙ্গে দ্বন্দ্বটা বেড়েই চলেছে। কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট, সবার সঙ্গেই মতবিরোধ চলছে এই তারকার। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে ফুটবল বিশ্বে।

তবে সেসব সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ম্যাচের পর ম্যাচ এমবাপ্পেকে বদলি হিসেবেই খেলাচ্ছেন কোচ এনরিকে। গতকাল ম্যাচেও তাকে খেলায়নি পিএসজি কোচ। ফলস্বরূপ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় প্যারিস সেন্ট জার্মেইদের। আর এমন ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ায় খেলা শেষে কোচের সঙ্গে তর্কে করেন ফরাসি তারকা।

ভিডিওতে দেখা যায়, মাঠে হতাশ এমবাপে এবং এনরিকে কথা বলছেন। দুজনেই হতাশ এবং এমবাপে কোনো বিষয়ে কোচকে জেরা করছেন। এনরিকেও তার কথার জবাব দিচ্ছেন। এ মৌসুমে চুক্তির মেয়াদ শেষে পিএসজি ছেড়ে দিবেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা। ২৫ বর্ষী তারকা প্রতিটি ম্যাচে নামতে পারছেন না। তারপরও মৌসুমে ৩৯ গোল এবং নয়টি অ্যাসিস্ট করে ফেলেছেন।

মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হলে পিএসজি ও লিগ ওয়ান ছেড়ে যাচ্ছেন এমবাপে। তার আগে গুরুতর অভিযোগের মুখে পড়ছিলেন। লুইস এনরিকেকে গালি দেয়ার অভিযোগ উঠেছিল এমবাপের বিরুদ্ধে। অবশ্য গালি দেয়ার অভিযোগ উড়িয়ে দেন এনরিকে।

ছড়িয়ে পড়া গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘অস্বাভাবিক বিষয়টা হলো, এ বিষয়ে যা কিছু ছড়ানো হচ্ছে তার পুরোটাই একটা মিথ্যা থেকে তৈরি এবং ঘটনাটা ফুটবল দুনিয়াতেই ঘটেছে। একজন একটা অপমানকর ঘটনা আবিষ্কার করেছে আর তা থেকে সব ধরনের জল্পনা-কল্পনার শুরু।’

এমবাপেকে ভালোভাবে বিদায় জানাতে চান তিনি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘এই গল্পটা সুন্দরভাবে শেষ হলে আমি খুব খুশি হব। এটা পিএসজি, এমবাপে তথা সবার জন্যই ভালো। এই মুহূর্তে আমরা সবাই একই নৌকায় আছি।’


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০