টিম টাইগারের ২০২১ ফিরবে কি সাগরিকায় ?


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ / Print This Post Print This Post
টিম টাইগারের ২০২১ ফিরবে কি সাগরিকায় ?

 

বাংলাদেশ আগামীকাল মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচটিতে হেরে গেছে নাজমুল শান্তর দল। তাই তৃতীয় ম্যাচটিই হয়ে ওঠেছে সিরিজ নির্ধারণী। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কাল সোমবার ফের মাঠে নামবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। কাল শেষ ম্যাচটি জিততে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সিরিজের আগ পর্যন্ত মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই লঙ্কানদের সিরিজ জয়, বাংলাদেশ জিতেছে কেবল ১টিতে, ২০২১ সালে মিরপুরে। আর ড্র হয়েছে এমন সিরিজের সংখ্যা ২টি। এবার চট্টগ্রামে ১-১’তে সমতাতে, ফলে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি।

শেষ ম্যাচে সিরিজ জয়ের মিশনের আগে সংবাদ সম্মলনে এসে টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ শুনালেন আশার বাণী, ‘আমরা সিরিজ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। যেমনটি আমরা সবসময় বলে আসছি, আমাদের দল হিসেবে খেলতে হবে এবং যখন আমরা একটি দল হিসাবে খেলি, আমাদের যেকোনো ম্যাচে জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়।’

মাঠে নামার আগে পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার দিকে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪৩টিতে হেরেছে বাংলাদেশ। ‍দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যেরই প্রমাণ মেলে।

শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর সদ্যই শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে শান্তকে। ওয়ানডে ফরম্যাটে সবসময়ই শক্তিশালী দল বাংলাদেশ। সঙ্গত কারণেই নিজের প্রথম অ্যাসাইনমেন্টের সিরিজে হারতে চাইবেন না টাইগার অধিনায়ক।

এদিকে দুই দলের শেষ আট দেখায় সমান চারবার করে জয় পেয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমানে, তৃতীয় ম্যাচে কোনো দলই ফেভারিট নয়। ফলে কাল দুই দলের মাঠের খেলার পারফরম্যান্স নিশ্চিত করবে সিরিজের শিরোপা।

বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল- হাসারাঙ্গা ডি সিলভা, চারিথ আসালঙ্কা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আবিস্কা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে।


আর্কাইভ