বাংলাদেশের সিরিজ জয়ের মিশনে যে একাদশ


এবি নাছিম প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
বাংলাদেশের সিরিজ জয়ের মিশনে যে একাদশ

 

দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১-১ সমতায় দুই দল। ফলে দুই দলের জন্য আজ তৃতীয় ও শেষ ম্যাচ অলিখিত ফাইনাল।

যেখানে টাইগারদের জন্য আজ ইতিহাস ডাকছে। লঙ্কানদের হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের স্বাদ পাবে শান্ত-লিটনরা। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হতে পারে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে।

আজ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ব্যাটিং। তবে গত বছরটায় বাংলাদেশের পেসাররা যেভাবে উন্নতি করেছে, তাতে তাদের ওপরও ভরসা রাখতে হয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা ঠিকই এনে দেন মোমেন্টাম। তবে বিশেষ করে শরিফুল ও স্পিনার রিশাদ। সেটি ধরে রাখতে পারলে ম্যাচের চেহারাই বদলায় দিতে পারবে টাইগাররা।

অন্যদিকে টপ অর্ডারকেও নিতে হবে দায়িত্ব। বিপিএলে ছন্দে থাকা লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের খেলতে হবে দায়িত্ব নিয়ে। মোমেন্টামের পাশাপাশি ক্রিকেট যে দলগত খেলাও। যেটা বারবার মনে করিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দলের প্রধান কো চহাথুরুসিংহে বলেন, ‘আমরা অতীতে যেসব ভুল করেছিলাম, তা নিয়ে কাজ করছি। মানুষ ভুল করে। ভুল থেকেই এগিয়ে যায়। দলের সবার চেষ্টার মানসিকতা আছে, ব্যাপারটি দারুণ। দলকে ফুরফুরে অবস্থায় দেখে ভালো লাগছে।’

চন্ডিকা হাথুরুসিংহের ভাষ্যে বলছে আজও হয়তো একাদশে পরিবর্তন আসবে না বাংলাদেশের। যদিও পরিবর্তন আসে, সেক্ষেত্রে মোস্তাফিজের বদলে তানজিম সাকিবকে দেখা যেতে পারে একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।


আর্কাইভ