লঙ্কান ওপেনারদের হাসানের প্রশংসা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ / Print This Post Print This Post
লঙ্কান ওপেনারদের হাসানের প্রশংসা

 

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। তবে টাইগারদের হতাশা চলমান টেস্টেও। সাগরিকায় আজ তিন সেশনেই আধিপত্য বিস্তার করে খেলেছে সফরকারীরা। বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদশের কেউই। উল্টো বাজে ফিল্ডিংয়ে বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে শ্রীলঙ্কা। এদিন ম্যাচ শেষে লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদকে নিয়ে রীতিমতো প্রশংসার সুবাস ছড়ালেন।

করুণারত্নে বলেন, ‘হাসানের বিপক্ষে এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজ খেলেছি। অনেক তরুণ ফাস্ট বোলার উঠে আসছে। এটা ভালো লক্ষণ। হাসান খুব ভালো বল করেছে। নতুন বলে ধারাবাহিকভাবে ভালো করে গেছে, ওপেনারদের কঠিন পরীক্ষা নিয়েছে।’

চট্টগ্রাম টেস্টে নিজেদের অবস্থান জানাতে গিয়ে দিমুথ করুণারত্নে বলেন, ‘অবশ্যই, আমরা খুশি। তিনশোরও বেশি রান প্রথম দিনেই, আবারো বড় একটা রান জড়ো করতে পারব। আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে আছি।’

প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে দিমুথ বলেন, ‘আমরা প্রায়ই বাংলাদেশ সফরে আসি। তাই জানি তাদের বোলাররা কেমন, পরিকল্পনা কেমন, আমাদের পরিকল্পনা কেমন হওয়া চাই। এ কারণেই হয়ত বাংলাদেশের বিপক্ষে সাফল্যের দেখা পাই।’


আর্কাইভ