শান্ত ফিরলেন আশা জাগিয়ে


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ / Print This Post Print This Post
শান্ত ফিরলেন আশা জাগিয়ে

 

বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি । তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে দারুণ এক জয়ও পেয়েছে টাইগাররা। ১-০ ব্যবধানে লিড নেওয়ার পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে সফরকারীদের অধিনায়ক কুশল মেন্ডিস বোলিং নেয়ার পর ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই আউট হয়ে লিটন দাস ফেরার পর প্রতিরোধ গড়েছিলেন সৌম্য সরকার এবং নাজমুল শান্ত। আগের ম্যাচে শতক হাঁকানো শান্ত আজও আশা জাগিয়েছিলেন। তবে তাকেও ফিরতে হয়েছে মাদুশাঙ্কার শিকার হয়েই।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মত আজও শূন্য রানেই আউট হয়েছেন লিটন। দিলশান মাদুশাঙ্কার করা প্রথম ওভারের প্রথম দুই বলে কোনো রান নেননি টাইগার ওপেনার। তবে তৃতীয় বলে ফ্লিক করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ আউট হয়েছেন লিটন।

লিটন ফেরার পর ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন অধিনায়ক শান্ত। আগের ম্যাচের দারুণ এক শতক হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন টাইগার অধিনায়ক। আজও শুরুতেই উইকেট হারানোর পর সৌম্যকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছেন তিনি। লঙ্কান বোলারদের সামলে সৌম্যের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েছেন তিনি।

এ দুজনের প্রতিরোধেই প্রথম পাওয়ার প্লে তে আর কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তুলে বাংলাদেশ। এদিকে সৌম্যকে নিয়ে প্রতিরোধ গড়ে আজও বড় ইনিংস খেলার আশা জাগিয়েছিলেন শান্ত। তবে শেষ পর্যন্ত তাকেও ফিরতে হয়েছে মাদুশাংকার বলে মেন্ডিসের মঠোবন্দী হয়েই। আউট হওয়ার আগে ৩৯ বলে ৪০ রান করেই টাইগার অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান।


আর্কাইভ