হাসানের চার উইকেট বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
হাসানের চার উইকেট বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা

 

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে ১৭৮ রানে। ৩৫৩ রানে এগিয়ে থাকা সত্ত্বেও আবার ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। তবে এ যাত্রায় জ্বলে ওঠেন টাইগার পেসাররা। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার হাসান মাহমুদের। তাতে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এতে ৪ উইকেট হাতে নিয়ে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই দিমুথ করুনারত্নেকে বোল্ড করে উইকেট এনে দেন হাসান মাহমুদ। পরের ওভারে খালেদ আহমেদ ফেরান কুশল মেন্ডিসকে। করুনারত্নে ৪ ও কুশল ২ রান করেন। শুরুতে দুই উইকেট হারালেও এরপর সামলে নেয় নিজেদের।

তবে দলীয় ৩৪ রানেই আরও একটি উইকেট পেতে পারত বাংলাদেশ। হাসান মাহমুদের চমৎকার ডেলিভারি ম্যাথিউসের ব্যাটের কানা ছুয়ে গেলেও প্রথম স্লিপে তালুবন্দি করতে ব্যর্থ হন শাহাদাত হোসেন দীপু। ৭ রানেই জীবন পান ম্যাথিউস। ৪৫ রানের জুটি গড়েন নিশান মাদুশকা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই তৃতীয় উইকেটের দেখা মেলে ৬০ রানে।

হাসানের বলে এক্সট্রা কাভারে মেহেদী হাসান মিরাজ ক্যাচ নিলে থামে নিশানের ৩৪ রানের ইনিংস। আগের ক্যাচ মিস করার প্রায়শ্চিত্ত করেন দীপু দিনেশ চান্দিমালের ক্যাচ নিয়ে। এ উইকেটটিও নেন হাসান। ৭ বলে ৯ রান করা চান্দিমাল ফেরেন দলীয় ৭২ রানে। শ্রীলঙ্কার আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই হাসান মাহমুদের শিকার।

শেষ বিকালে হাসানের সঙ্গে যোগ দিয়ে উইকেট সংখ্যা ডাবল করেন খালেদ আহমেদ। ২০ ওভারে ৮৯ রান ওঠতেই শ্রীলঙ্কা হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে ম্যাথিউস উইকেটে থিতু হয়ে প্রবাথ জয়াসুরিয়াকে নিয়ে দেখে শুনে দিনের বাকি অংশের খেলা শেষ করেন।

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০