অভিযুক্ত ব্যবসায়ী আটক

আইসক্রিম চুরির অপবাদে শিকলে বেঁধে তিন শিশু নির্যাতন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
আইসক্রিম চুরির অপবাদে শিকলে বেঁধে তিন শিশু  নির্যাতন

 

পটুয়াখালীর বাউফলে দোকান থেকে আইসক্রিম চুরি করে খাওয়ার অপবাদ দিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (সোমবার) বিকেলে উপজোলার মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এ ঘটনায় অভিযুক্ত দোকানী আনোয়ার হাওলাদারকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম হোসেন (৭), আব্দুল্লাহ (৯) ও ফাহিম (১০) নামে তিন শিশু মৃধার বাজার এলাকার হাওলাদার স্টোর নামে এক মুদি মনোহারি দোকানের ফ্রিজ থেকে আইসক্রিম চুরি করে খাওয়ার অপবাদ দিয়ে ওই তিন শিশুকে শিকলে বেঁধে রাখেন এবং লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মালিক দোকান মালিক আনোয়ার। আহত শিশুদের সোমবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এঘটনার পর থেকে দোকান বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ী আনোয়ার। মঙ্গলবার সকালে মদনপুরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আর্কাইভ