৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা,সময়সূচি প্রকাশ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা,সময়সূচি প্রকাশ

 

আগামী ৩০ জুন থেকে শুরু হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।

আজ (২ এপ্রিল) মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।

বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ পরীক্ষার তারিখ ঠিক করে সময়সূচি প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০