৩৪ বছর আগের আবেদনের কপি সংযুক্ত

ইন্দুরকানীতে আবেদনের ৩৪ বছরেও ঘরের উপর থেকে সরেনি বিদ্যুৎ লাইন


নাসির উদ্দিন, ইন্দুরকানী প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ / Print This Post Print This Post
ইন্দুরকানীতে আবেদনের ৩৪ বছরেও ঘরের উপর থেকে সরেনি বিদ্যুৎ লাইন

পিরোজপুরের ইন্দুরকানীতে বসত ঘরের উপর থেকে বিদ্যুৎ লাইন সরানোর আবেদনের ৩৪ বছরেও ঘরের উপর থেকে সরেনি বিদ্যুৎ লাইন। বসত ঘরের উপর থেকে বিদ্যুৎতের লাইন সরানোর জন্য একাধিক ব্যক্তির সুপারিশ সহ আবেদন করে ৩৪ বছর ধরে চেষ্টা করেও সরাতে না পেরে তার ছিড়ে ঘরের উপর পড়ার আতংক কাটেনি গ্রাহকদের।

সরেজমিনে গিয়ে ও ভূক্তভোগী পরিবারে সাথে কথা বলে জানা যায়, ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী বাজারের সদর রাস্তা থেকে সোানালী ব্যাংক সড়কে ১১ হাজার ভোল্টের ১টি বিদ্যুৎ লাইন চলে গেছে। উক্ত লাইনের তার ১টি বসত ঘর সহ কয়েকটি দোকানের উপর দিয়ে গেছে। বসত ঘরের বাসিন্দা মো: সিদ্দিকুর রহমান সহ ১১ জন ব্যাক্তি উক্ত লাইন সরানোর জন্য ১৭/০৮/১৯৯০ইং তারিখ পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) বরাবর আবেদন করেন। তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএমএ আউয়াল উক্ত আবেদনে সুপারিশ করেন। এর ২৯ বছর পর পুনরায় গত ৩০/০৭/২০১৮ইং তারিখ মো: সিদ্দিকুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার বরাবর একই বিষয়ে আরেকটি আবেদন করেন। ইতোমধ্যে ৩৪ বছর পার হলেও ঘরের উপর থেকে বিদ্যুৎ লাইন সারানো হয়নি। ভূক্তভোগী ব্যাক্তিগন অনেক দৌড়ঝাপ করে কোন কূল কিনারা পায়নি। আবেদনকারীদের কেহ কেহ মারাও গেছেন ইতোমধ্যে।

আবেদনকারী মোঃ আলাউদ্দিন খান বলেন, ১৯৯০ সালে আমরা ইন্দুরকানী বাজারের ১১ জন ঘর ও জমির উপর থেকে বিদ্যুতের লাইন সরানোর জন্য আবেদন করেছিলাম। ৩৪ বছর পার হলেও এর কোন সুরাহা হয়নি।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুউমা মোঃ মাহবুবুল হক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ আমি দেড় বছর আগে এখানে এসেছি। যেহেতু এটা অনেক আগের আবেদন। তাই ফাইল না দেখে বলতে পারব না। গ্রাহক নতুন কোন আবেদন করলে আমি ফাইল দেখে ব্যবস্থা নেব। ”


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০