উৎসবে কাঁদামাটি ছোড়াছুড়ি নিয়ে দু’ পক্ষের  সংঘর্ষে এক যুবকের মৃত্যু 


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ / Print This Post Print This Post
উৎসবে কাঁদামাটি ছোড়াছুড়ি নিয়ে দু’ পক্ষের  সংঘর্ষে এক যুবকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকুপায় বৈশাখী উৎসবে চড়ক পূজার কাদামাটি ছোড়াছুড়ি কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে স্বাধীন (২২) নামে এক যুবকের মৃত্যু  হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার ভগবান নগর গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে চড়ক পূজা ও কাদা খেলাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে ক্ষুদ্র-নৃতগোষ্ঠীর দু’পক্ষের কথাকাটাকাটির একপর্যাযে সংঘর্ষ হয়। এ সময় লাঠির আঘাতে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান। তারা আরও জানায়, বৈশাখে চড়ক পূজাকে কেন্দ্র করে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা শান্তি বিশ্বাসের সমর্থকরা এ ঘটনা ঘটায়।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী  জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে আছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এছাড়া ৫ জনকে আটক করা হয়েছে।

SK24/SMK/DESK


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০