দেখার যেন কেউ নেই

কাউখালী সদরের রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ / Print This Post Print This Post
কাউখালী সদরের রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

 

 

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের কচুয়াকাঠী বেইলি ব্রীজ থেকে উপজেলা শহরের উত্তর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন পর্যন্ত অবহেলা আর সংস্কারের অভাবে দৃশ্যত অচল হয়ে পড়েছে।সড়কটি দিয়ে যান চলাচল তো দূরের কথা মানুষের পায়ে হাটাও দুরূহ হয়ে পড়েছে । সড়কটিতে বড় বড় খানাখন্দ, ইট বিটুমিন উঠে যাওয়া, সড়কটি এখন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি কচুয়াকাঠী খালের তীরবর্তী হওয়ায় খালের পাড় ভেঙে যাওয়া এবং সর্বোপরি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে সড়কটি এখন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।

গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে উপজেলা সদরের সাথে কচুয়াকাঠী, দাসেরকাঠীসহ এই অঞ্চলের মানুষদের নিত্যদিন চলাচল করতে হয়। কিন্তু বর্তমানে পণ্যবাহী কোন যানবাহন চলাচল করতে না পারায় ব্যবসায়ী কিংবা স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য উপজেলা সদরে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার করতে হয়। এতে সময় ও অর্থের অপচয় যেমন হচ্ছে তেমনি মানুষের ভোগান্তিরও শেষ নেই।

এছাড়া এ সড়ক এলাকায় বসবাসকারী আবাসিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভোগান্তি আরো বেশি। কারণ তাদের পণ্য পরিবহন কিংবা যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা নেই। মাদ্রাসা কিংবা স্কুল কলেজগামী শিক্ষক শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি যেন দিনের অভ্যাসে পরিণত হয়েছে। এলাকার দোকানদার তাজুল ইসলাম আক্ষেপ করে বলেন এই সড়কটি অচল হয়ে গেছে যার কারণে কোন ক্রেতা আমাদের দোকানে ধারে কাছে আসে না। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এ ব্যাপারে আমি উপজেলা সমন্বয় সভায় বহুবার আলোচনা করেছি। তবে আমি শুনেছি এই সড়কটির ওয়ার্ক অর্ডার হয়েছে। যেকোনো সময় রাস্তার কাজ শুরু হইবে তখন আর মানুষের ভোগান্তি থাকবে না। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, এই রাস্তাটির দুর্দশার কথা আমি শুনেছি এবং সরেজমিনে দেখে আসছি। আশা করি যে কোন সময় রাস্তার টেন্ডার হবে এবং কাজ শুরু হইবে।

সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্থানীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন ছাপা হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়কটির ছবি ভাইরাল হলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় পথচারীদের। এখনো পর্যন্ত টনক নড়েনি কর্তৃপক্ষের, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সহ প্রাণহানির আশঙ্কা হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০