কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ / Print This Post Print This Post
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের বরাত দিযে কালীগঞ্জ  উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, রোববার শেষ দিনে বিকাল চারটা পর্যন্ত ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়াররম্যান পদে ২ জন প্রার্থীরা তাদের  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা  হলেন চেয়রম্যান পদে বর্তমান চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি  শিবলী নোমানী, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: রাশেদ শমসের,  জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ, কালিগঞ্জ উপজেলা জামাতের আমির মাওলানা ওলিউর রহমান,

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদান কারী ৫ জন হলেন- কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আনিসুর রহমান মিঠু মালিতা, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের উলামা শাখার  সভাপতি মাওলানা আলিনুর  রহমান,  ওয়ার্কার্স পার্টির কালিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক ও যুবমৈত্রি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি বিপ্লব বিষ্ণু ও ব্যবসায়ী আওয়ামীরীগ সমর্থক  সঞ্জয় কুমার।

মহিলা ভাইস চেয়াররম্যান পদে বর্তমান  মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত শাহানাজ পারভীন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত  তিথি রানী ভদ্র। আগামী ৮ই মে এ উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

SK24/SMK/DESK


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০