কুয়াকাটায় পর্যাটকদের নিরাপত্তা নিশ্চিতে বিচ ম্যানেজমেন্ট কমিটির আলোচনা সভা


আবদুল্লাহ মানিক, কুয়াকাটা প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ / Print This Post Print This Post
কুয়াকাটায় পর্যাটকদের নিরাপত্তা নিশ্চিতে বিচ ম্যানেজমেন্ট কমিটির আলোচনা সভা
Oplus_131072

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটা সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে কুয়াকাটা জেলা পরিষদ ( ডিসি) বাংলোতে কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান,কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, টুরিস্ট পুলিশ এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ,কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ গ্রুপ লিডার সি এম সাইফুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রুপ লিডার মোঃ খলিলুর রহমান। মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা বিষায়ক শিক্ষক ও উপজেলা সদস্য নাসির উদ্দীন,কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, বিজয় টেলিভিশন এর কলাপাড়া উপজেলা প্রতিনিধি হোসাইন আমির,ফটোগ্রাফার সমিতির সাধারন সম্পাদক আল আমিন কাজী, কুয়াকাটার আচার ব্যাবসায়ী,ছাতা চেয়ার ব্যাবসায়ী,ফিস ফ্রাই ব্যাবসায়ী সহ কুয়াকাটার সকল পর্যাটক ব্যাবসায়ীরা।

কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি সভাপতি ও জেলা প্রশাসক বলেন, ঈদের পরে ১০ দিন বিএনসিসি, রোভার স্কাউটস এবং স্কাউটস সদস্যদের নিয়ে টিম গঠন করে প্রতিদিন ৪০ জন সদস্য ৩টি গ্রুপে ভাগ হয়ে পর্যটকদের নিরাপত্তা এবং সহায়তায় কাজ করবেন।

এই সময় ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন।

এই প্রকল্প বাস্তবায়ন হলে আগত পর্যটকরা নিরাপদে আনন্দ উপভোগ করতে পারবেন। সেই সাথে কুয়াকাটা সৈকতের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

তিনি আরও জানান, এই কাজে যারা সহযোগিতা করবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আপ্যায়ন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করা হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০