“আমি বক্তব্যে ভোট কেনার কথা বলিনি” – এমপি পুত্র রায়হান সাকিব


এম.এ হান্নান, বাউফল প্রতিনিধি: প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৪:২৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
“আমি বক্তব্যে ভোট কেনার কথা বলিনি” – এমপি পুত্র রায়হান সাকিব

 

পটুয়াখালী: বাংলাদেশ আওয়ামীলীগ, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির পূত্র রায়হান সাকিবের বক্তব্যের অপব্যাখা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার সন্ধ্যায় বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পথসভায় দেন। যা ভিডিও ধারন করা হয়।

বক্তব্যে তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, আমার ছাত্রলীগের ভাই-বোনেরা আছো না এখানে? ভোট রক্ষা কমিটি হইছে? তোমরা প্রত্যেকে বাড়ি বাড়ি যাইয়া মা-চাচীদের নিয়ে আসবা। নৌকায় ভোটটা দিয়া আসবা। নেওয়া আনার খরচ নৌকা।

এই বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি পুত্র ভোট কিনতে চাইছেন বলে প্রচার করেন।

বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের রায়হান সাকিব বলেন, গ্রামের বিভিন্ন বাড়ি বয়স্ক মা- চাচীরা রয়েছেন। যারা নৌকার সমর্থক। তারা হেটে ভোট কেন্দ্র আসতে পারবেন না। তাদের কে বাড়ি থেকে রিকশায় ভোট কেন্দ্র আনার জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি। এজন্য যা খরচ হয় তা দেওয়া দল থেকে দেওয়া হবে। এটাই ছিল ওই বক্তব্যের সারমর্ম।

ওই বক্তব্যে কোথাও ভোট কেনার কোনো কথা বলা হয়নি।
কয়েকজন সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এবং আমার বাবা সাত বারের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ এমপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১