শার্শায় ১৩ পিচ স্বর্ণ সহ আটক-১


বেনাপোল (যশোর) প্রতিনিধি: প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
শার্শায় ১৩ পিচ স্বর্ণ সহ আটক-১

দীর্ঘ এক মাস পর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শা গোগা সীমান্তের জব্বারের মোড় নামক স্থান হইতে ০১ কেজি ৫৫৬ গ্রাম ওজনের মোট ১৩ পিস স্বর্ণের বারসহ মোঃ কামরুল (৩৩) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করছে বিজিবি। এর আগে সর্বশেষ ২২ শে ফেব্রুয়ারি ৩৫ টি স্বর্ণের বার সহ দুই আসামীকে আটক করে ২১ বিজিবি।

মঙ্গলবার ২১ ব্যাটালিয়ন অধিনায়কের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গোগা বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ৩৮ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা গ্রামস্থ গোগা বাজার হতে দক্ষিন দিকে জব্বারের মোড় নামক স্থান হইতে দৌড়ে ১ জনকে আটক করে। আটককৃত আসামী মোঃ কামরুল (৩৩), পিতা- মোঃ কুদরতউল্লাহ সরদার, গ্রাম- গাজীপাড়া, ডাকঘর- গোগা, থানা- শার্শা, জেলা- যশোরকে তার দেহ তল্লাশী কোমরে অভিনব কায়দায় লুকায়িত ১ কেজি ৫৫৬ গ্রাম ওজনের মোট ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করে। আটককৃত স্বর্নের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩২ত্রিশ লাক্ষ টাকা। আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের চালানটি সরকারি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১