নলছিটিতে বালু উত্তোলনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড


মোঃ আমিন হোসেন : প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
নলছিটিতে বালু উত্তোলনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড

 

 

ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুজনকে ১০লাখ টাকা জরিমানা ও একবছর করে জেল দেওয়া হয়েছে। বুধবার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা, এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম উপস্থিত ছিলেন।

জরিমানা প্রাপ্তরা হলেন,-বরিশাল সিএন্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খান। তাদের দুজনকে ৫লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় এক লক্ষ সিএফটি বালু জব্দ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি )অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে খবর পেয়ে অভিযান পরিচলনা করি। মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। তাই তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ২জনকে মোট ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে ।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১