পটুয়াখালী ভূমিহীনমুক্ত হলো পাঁচ উপজেলা


সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ / Print This Post Print This Post
পটুয়াখালী ভূমিহীনমুক্ত হলো পাঁচ উপজেলা

 

পটুয়াখালীতে মুজিববর্ষের উপহার হিসাবে ১২৫২টি নতুন ঘর ভূমিহীন ও গৃহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা পরিষদে বাঁধনহারা মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় জেলার পাঁচটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এবং উপকারভোগিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১