সরকারের দায়িত্ব স্বাধীনতায় আঘাতে ব্যবস্থা নেয়া : মাহবুব-উল আলম হানিফ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
সরকারের দায়িত্ব স্বাধীনতায় আঘাতে ব্যবস্থা নেয়া : মাহবুব-উল আলম হানিফ

 

স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ, অনুভূতি জড়িয়ে আছে। সেই স্বাধীনতা দিবস নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধমূলক কর্মকাণ্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াটাই যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, আমাদের মূল জায়গা স্বাধীনতা, স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।

তিনি আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন না। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল। পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র, যা মেনে নেয়া হবে না।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১