বাউফলে অবৈধ জালসহ দুই জেলে গ্রেপ্তার


সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রকাশের সময় : মে ২৬, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ / Print This Post Print This Post
বাউফলে অবৈধ জালসহ দুই জেলে গ্রেপ্তার

 

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে গ্রেপ্তার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চরফেডারেশন পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই জেলের নাম মো. জালাল গাজী (৩৫), মো. ফারুক মাঝি (৪৫)। এরা সকলেই ভোলা জেলার লালমোহনের বাসিন্দা।

জানা গেছে, কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্য পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীতে টহলে নামেন। রাত দেরটার দিকে টহলরত পুলিশ দেখতে পায় নদীর চরফেডারেশন পয়েন্টে অবৈধ জাল ফেলে মাছ শিকার করছে কয়েকজন জেলে। এরপর পুলিশ দুই জেলেকে আটক করে। সময় অভিযুক্ত জেলেদের কাছ থেকে ৬শ মিটার অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল ৮টি ও মাছ ধরার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, অভিযুক্ত জেলেদের বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে মামলা করা হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১