ঘরেও তৈরি করা যায় সানস্ক্রিন, জানুন পদ্ধতি


লাইফস্টাইল ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ / Print This Post Print This Post
ঘরেও তৈরি করা যায় সানস্ক্রিন, জানুন পদ্ধতি

সূর্যের আলো থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকে পড়ে কালো দাগ-ছোপ। এমনকি মুখের চামড়াও পুড়ে যেতে পারে। আর এ কারণে কম বয়সেই মুখে পড়ে বলিরেখা।

তাই সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। বিশেষজ্ঞরাও সবাইকে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। তবে বাজারচলতি সানস্ক্রিনগুলো ত্বকের জন্য ভালো নাও হতে পারে।

 

আরও পড়ুন: পেট ভরে খাওয়ার পর যে কাজ ভুলেও করবেন না

এছাড়া বাজারের বিভিন্ন সানস্ক্রিনে একটু হলেও কেমিক্যাল মেশানো থাকে। তাই ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন সানস্ক্রিন। জেনে নিন উপায়-

 

উপকরণ

১. নারকেল তেল ৪ কাপ
২. শিয়া বাটার ৩ কাপ
৩. তিল তেল বা জোজোবা অয়েল ১ কাপ
৪. প্রাকৃতিক মোম ২ টেবিল চামচ
৫. লাল র‍্যাস্পবেরি সিড অয়েল ১ চা চামচ
৬. ক্যারট সিড অয়েল ১ চা চামচ ও
৭. গোলাপ জল পরিমাণমতো।

আরও পড়ুন: লবণ দিয়ে টয়লেট পরিষ্কারের জাপানিজ টেকনিক

 

পদ্ধতি

প্রথমে নারকেল তেল, শিয়া বাটার ও মোম একসঙ্গে গলিয়ে নিন। সব গলে গেলে ঠান্ডা করুন। এরপর মিশ্রণটি ফ্রিজে ১৫-৩০ মিনিট রাখুন। তারপর হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিতে হবে।

র‍্যাস্পবেরি সিড অয়েল, ক্যারট সিড অয়েল ও অ্যাসেনশিয়াল অয়েলটা দিয়ে দিন। খানিকক্ষণ ফেটানোর পর মিশ্রণ ফুলে উঠবে।

 

ব্যাস তৈরি আপনার সানস্ক্রিন। এবার কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ইচ্ছেমতো ব্যবহার করুন ঘরে তৈরি সানস্ক্রিন।

সূত্র: হেলথলাইন

SK24/SMK/DESK


আর্কাইভ