ফুলবাড়ীতে পুকুর ডাকের বিষয়ে সংবাদ সম্মেলন


মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
ফুলবাড়ীতে পুকুর ডাকের বিষয়ে সংবাদ সম্মেলন

 

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির দুটি পুকুর ডাকের বিষয়ে পুটকিয়া মার্শাল ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক সমবায় সমিতি লিঃ এর সভাপতির সংবাদ সম্মেলন। গতকাল রবিবার দুপুর ২টায় এলুয়াড়ী ইউপির পুটকিয়া মার্শাল ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বিনয় হেমব্রম ও সাধারণ সম্পাদক বিমল সরেন পুকুর ডাকের বিষয়ে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিনয় হেমব্রম অনিয়ম তুলে ধরে বলেন, সরকারী জল মহল বন্দোবস্ত/ ইজারার দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলে পুটকিয়া মার্শাল ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক সমবায় সমিতি লিঃ এর জন্য গত ১৭/০৪/২০২৪ইং তারিখে পুটকিয়া মৌজার খতিয়ান নং-০১, দাগনং-৮৮০, পরিমনা ১.২৯একর ও পুটকিয়া মৌজার খতিয়ান নং-০১, দাগনং-৯৭৪, পরিমনা ২.২৯একর দুটি পুকুরের জল মহল ইজারা নেওয়ার জন্য আবেদন করি। গত ১৮/০৪/২০২৪ইং তারিখে দুটি পুকুরের ডাক অনুষ্টিত হয়। ঐ দিনে সদস্য সচিব, ফুলবাড়ী উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক’রা জল মহল ইজারার জন্য আবেদন করতে পারবে না। এই বলে ক্ষুদ্র নৃ-তাত্তি¡কদের টেন্ডার বাতিল করেন।

গত ২৫/০৪/২০২৪ইং ফুলবাড়ী সমবায় অফিসার মাজহারুল ইসলাম ক্ষুদ্র নৃ-তাত্তি¡কদের ডেকে পুনরায় রি-টেন্ডার করার কথা বলেন। এবং ঐ দিন ফুলবাড়ী সমবায় অফিসার মাজহারুল ইসলাম এর কথা মত পুটকিয়া মার্শাল ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক সমবায় সমিতি লিঃ এর জন্য পুনরায় রি-টেন্ডার করেন। রি-টেন্ডারে বিপরিত কোন সংগঠন ছিলনা। এককভাবে পুটকিয়া মার্শাল ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক সমবায় সমিতি লিঃ অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিনয় হেমব্রম বলেন, যেখানে সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নয়ন নিয়ে ভাবছেন সেখানে আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আমরা কেন জল মহল ইজারার জন্য আবেদন করতে পারবনা? তাদের প্রশ্ন আমাদের ইজারা কেন বার বার বাতিল করা হচ্ছে? এবং কেন আমাদেরকে সমবায় অফিস থেকে নিবন্ধন দেওয়া হলো?

গত ২৮/০৪/২০২৪ইং তারিখে পুটকিয়া মার্শাল ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক সমবায় সমিতি লিঃ এর সভাপতি/ সাধারণ সম্পাদককে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল কামাহ তমাল বলেন, ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক’রা পুকুর ডাকে অংশ গ্রহণ করতে পারবে কি, পারবে না তা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জেনে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল কামাহ তমাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুকুর ডাকের বিষয়টিতে কিছু বাধ্যবাধকতা রয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। সেখান থেকে বিষয়টি জানান পর তাদেরকে জানানো হবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল গ্রহণ করেনি।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০