সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাড়াশের ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ / Print This Post Print This Post
সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় তাড়াশের ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

 

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট করায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

 

 

বুধবার (২৩ আগস্ট) রাতে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা।

 

 

বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- তাড়াশ উপজেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান, সহ সম্পাদক আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য আসলাম হোসেন।

 

 

জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

 

ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সাঈদীর মৃত্যুর সংবাদে ছাত্রলীগের এসব নেতা তাদের ফেসবুক প্রোফাইলে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কেউ সাঈদীর ছবি ও আগের ভিডিও শেয়ার করেন। এরপরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


আর্কাইভ