দূর্ণীতি অনিয়মের অভিযোগে ডুমুরিয়ায় মাদ্রাসার অধ্যক্ষ কে সাময়িক বহিস্কার


খুলনা প্রতিনিধি: প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ / Print This Post Print This Post
দূর্ণীতি অনিয়মের অভিযোগে ডুমুরিয়ায় মাদ্রাসার অধ্যক্ষ কে সাময়িক বহিস্কার

 

দূর্ণীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খুলনা ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কে এম জাকির হুসাইনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার মাদ্রাসা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নাজমুল হোসেন বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারাদেশ দেয়া হয়েছে।

বহিস্কারা পত্রে উল্লেখ করা হয়েছে সীমাহীন অনিয়ম, সেচ্ছাচারিতা, অর্থ আত্মসাত সহ তাহার বিরুদ্ধে নানান অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে প্রমানিত হওয়ায় চাকুরী বিধিমালার ধারা ৮ (শৃংখলা) এর উপধারা ক,ঘ,ছ,জ ও ঞ লক্ষন হওয়ায় তাকে এ সাময়িক বহিস্কারাদেশ দেয়া হয়েছে।একই সাথে আগামী ৭ দিনের মধ্যে তার বিরুদ্ধে আনিতো আভিযোগের লিখিত জবাব প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানে অধ্যক্ষ কে এম জাকির হুসাইন কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিতো অভিযোগ অসত্য মিথ্যা ও ভিত্তিহীন। নির্ধারিত সময়েীরর মধ্যে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব প্রদান করবেন বলেও জানান।

 


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১