১০ হাজার টাকা জরিমানা করলো মিরাজকে


বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
১০ হাজার টাকা জরিমানা করলো মিরাজকে

সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে আজ ৩৪৮ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে মোহামেডান। পেয়েছে ১০১ রানের বড় জয়ও। তবে মোহামেডানের এই বড় সংগ্রহের ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি মেহেদি হাসান মিরাজ। মাত্র ৮ বলে ৬ রানে তাকে ফিরতে হয় সাজঘরে।

মিরাজ পড়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে। তবে তার সেই আউট নিয়ে ছিল অসন্তোষ। সিটি ক্লাবের বোলার আসিফের করা সেই বল পিচে পড়ে টার্ন করে লেগ স্টাম্পের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। যার কারণে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন মিরাজ। মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর মোবাইল ফোনে ভিডিও নিয়ে মিরাজ সেটি সাকিব আল হাসানকে দেখান। আউটের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না।

কিন্তু আম্পায়ার ভুল করলেও সেটি মেনে নিতেই হয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা আচরণবিধি ভঙ্গের শামিল। মিরাজ তাই দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

SK24/SMK/DESK


আর্কাইভ